রাত ৯:১৫,   বৃহস্পতিবার,   ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ,   ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

এমপি পীর মিসবাহ্’র খাদ্য সামগ্রী পাচ্ছে ৬০০ পরিবার

স্টাফ রিপোটার :
সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপির ব্যক্তিগত তহবিল হতে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার অসচ্ছল ৬০০ পরিবারে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে ৩০০ টি অসচ্ছল পরিবারের মাঝে সোমবার সকালে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, বাদাঘাট দঃ ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু, সাইফুল ইসলাম খোকন মুক্তিযোদ্ধা ফজর আলী, সলুকাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, সদস্য সিদ্দেক মিয়া, জাপা নেতা চান মিয়া, হাবিলদার মোর্শেদ, স্বপন পাল, হিফজুর মিয়া, বাপ্পি, দয়াল প্রমুখ।
এই কার্যক্রমের অংশ হিসাবে সোমবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের ৩০০টি অসচ্ছল পরিবারের ঘরে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, লক্ষণশ্রী ইউপি জাপার আহবায়ক আব্দুল মান্নান, ইউপি সদস্য ও জাপা নেতা মহিনূর মিয়া, জাতীয় যুব সংহতি লক্ষনশ্রী ইউপির আহবায়ক জুয়েল রানা,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি লক্ষনশ্রী ইউপির সভাপতি ছাব্বির আহমদ ও তাজুদ মিয়া প্রমুখ।
সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি জানান, এমন সংকটে পর্যায়ক্রমে দুই উপজেলায় সকল ইউনিয়নে প্রকৃত খাদ্য সংকটে থাকা পরিবারের ঘরে ঘরে খদ্য সহায়তা পৌছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আমার নির্বাচনী এলাকার প্রত্যেক ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ৬০০শ অসচ্ছল পরিবারের মাঝে চাউল ৫ কেজি,আলু ২ কেজি ,তেল ১ লিটার ও লবন ৫০০ গ্রাম প্রদান করা হয়েছে।