রাত ১২:০০,   শুক্রবার,   ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কালেক্টরেটের কর্মচারীদের পঞ্চম দিনের কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার :
বেতনস্কেল ও পদের নাম পরিবর্তনের দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সুনামগঞ্জ কালেক্টরেট কর্মকচারী রা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ০৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে দুপুর ১:০০ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা।
এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী সমিতির সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি সুখেন্দু কুমার দাস, সহ-সভাপতি সত্যজিত চৌধুরী মৃদুল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ১৩-১৬ গ্রেডের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা কালেক্টরেট কর্মচারী সহকারী সমিতির সভাপতি আতাউর রহমান বলেন, আমাদের দাবি একটাই, সচিবালয়ের ন্যায় পদ-পদবি ও বেতন গ্রেড পরিবর্তন চাই।
উল্লেখ্য, আগামীকাল ২৮ জানুয়ারি সকাল ০৯ টা থেকে দুপুর ০১ টা এবং ২৫-২৭ ফ্রেবুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতি, অফিস চত্বরে অবস্থান এবং সভা সমাবেশ। সারাদেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদের বেতনস্কেল ও পদনাম পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছে।