রাত ২:৪৫,   শনিবার,   ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে জীবাণুনাশক ছিটাচ্ছে প্রশাসন

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক ছিটানো হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীর উদ্যোগে স্থানীয় পাগলা বাজারে এ জীবাণুনাশক স্প্রে ছিটান ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ সময় পাগলা বাজারে আসা মানুষদের সচেতন হওয়ার আহবান জানিয়ে ইউএনও জেবুন নাহার শাম্মী বলেন, আপনারা বিনা প্রয়োজনে বাজারে আসবেন না। লোক সমাগম এড়িয়ে চলবেন। মাস্ক ব্যবহার করবেন। সাবান দিয়ে ভালোভাবে হাত ধোবেন।
জীবাণুনাশক স্প্রে ছিটানো কাজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ। তিনি সবাইকে সচেতন থাকার আহবান জানান। এবং বিনা প্রয়োজনে বাইরে না আসতে উপস্থিত সবার প্রতি অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ইউপি সদস্য মকবুল হোসেন, সাংবাদিক শহিদ নুর, সাংবাদিক নেওয়াজ আহমদ প্রমুখ।