বিকাল ৪:৪৬,   শুক্রবার,   ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ,   ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া, বাসায় থেকে চিকিৎসা নেবেন : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার বয়স বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এ সময়ে বাসায় থেকে খালেদা জিয়াকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। যেকোনো সময় মুক্তি পাবেন তিনি।
এর আগে, খালেদা জিয়ার পরিবারের পক্ষে থেকে শারীরিক অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে সরকারের কাছে মুক্তির আবেদন জানানো হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজা হয় খালেদা জিয়ার। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরে রাষ্ট্রপক্ষের আপিলে এই মামলায় তার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। আর গেল বছরের ২৯ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেন আদালত। গত বছরের এপ্রিল মাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বন্দি অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনি।