অকাল প্রয়াত সাংবাদিক আবেদ স্মরণে কালো ব্যাজ ধারণ
স্টাফ রিপোর্টার :
অকাল প্রয়াত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী’র মৃত্যুতে ৩ দিনের কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে সুনামগঞ্জ প্রেসক্লাব। এদিকে, প্রয়াত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী’র পরিবারের প্রতি সমবেদনা জানাতে বৃহস্পতিবার দুপুর ১২ টায় মরহুমের বাসভবনে যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি।
এসময় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন, আওয়ামী লীগ নেতা মনজারুল হাসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংসদ মানিক প্রয়াত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী’র বড় ভাই খালেদ মাহমুদ চৌধুরীসহ পরিবারের শোকাহত সদস্যদের সমবেদনা জানান।
প্রসঙ্গত. আরটিভির স্টাফ রিপোর্টার ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী বুধবার সকাল ১১ টায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।