রাত ১০:৪১,   শুক্রবার,   ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন আর নেই

দিরাই প্রতিনিধি :
দিরাই উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আব্দুল মতিন সরদার (৭০) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার বেলা ১ টার দিকে সিলেটস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
পরিবারসূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাসায় হঠাৎ মাথা ঘুরে পরে যান তিনি। সাথে সাথে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, আব্দুল মতিন সরদার উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত মজমিল সরদারের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ কন্যা সন্তান রেখে যান।