দুপুর ১:২৩,   শুক্রবার,   ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

অবৈধ ব্যাটারি চালিত যানবাহন বন্ধের দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামমগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত অবৈধ যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসুচী পালন করা হয়। পরে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ নিজামুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খেজরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর-সিলেট সড়কের মিনিবাস সমিতির সভাপতি গোলাম রব্বানী, জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক রেজন মিয়া, ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন শাখার সহসভাপতি আলী রাজ, হাইএক্স-নোহা শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি আলফু মিয়া, অটোরিকশা-সিএনজি ও লেুগুনা সমিতির ইকড়ছই শাখার সভাপতি আজাদ আলী ভূঁইয়া, উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের অর্থ সম্পাদক আব্দুল মুকিত, শ্রমিক নেতা লাল মিয়া, মিলন খা, মুশাহিদ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অবৈধ যানবাহনের দখলে এখন জগন্নাথপুর। এসব যানবাহনের অধিকাংশ চালক অপ্রাপ্ত ও অদক্ষ। যে কারণে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। সড়ক নীতিমালাকে বৃদ্ধা আঙুন দেখিয়ে বেপরোয়াভাবে অবাধে এসব অবৈধ যান চলাফেরা করছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব অবৈধ ব্যাটারি চালিত যান বন্ধ করা না হলে আন্দোলেনর হুশিয়ারি দেন বক্তারা।