সন্ধ্যা ৬:৩০,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অমর একুশে সুনামগঞ্জের বই মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অমর একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলা উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুল আলম, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, পিপি এ্যাড. শাহানা রব্বানী, শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে প্রমুখ।
আলোচনা সভা শেষে অমর একুশে বইমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। পরবর্তীতে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।