সন্ধ্যা ৬:৪২,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অর্ধশতাধিক পরিবারকে দিরাই থানা পুলিশের খাদ্য সহায়তা

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের নিজস্ব অর্থায়নে ২১ টি বেদে পরিবারসহ মোট ৫০ নিম্ন আয়ের পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দিরাই হাইস্কুল খেয়াঘাট সংলগ্ন টুক দিরাই গ্রামে করোনা পরিস্থিতিতে কর্মহীন ২১ বেদে পরিবারসহ নিম্ন আয়ের ৫০ টি অসহায় পরিবার প্রধানের হাতে পরিবার প্রতি ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি লবন ও ১ টি করে সাবান তুলে দেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল।
এ সময় থানার এসআই, এএসআই ও পুলিশ সদস্যরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।