অসচ্ছল সংস্কৃতিসেবীদের আর্থিক সহায়তা প্রদান
নিউজ ডেস্ক :
সুনামগঞ্জে কোভিড-১৯ ভাইরাস সংক্রমন জনিত সমস্যার কারণে অসচ্ছল সংস্কৃতিসেবীদের এককালীন আর্থিক সহায়তা দেয়া হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সহায়তার চেক তুলে দেয়া হয়।
অসচ্ছল সংস্কৃতিসেবীদের কাছে আর্থিক সহায়তার চেক তুলে দেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন; জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।