সকাল ৯:৫৮,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অসহায় ও দরিদ্র মানুষদের খাদ্র সামগ্রী দিলো বঙ্গবন্ধু ছাত্র পরিষদ

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করেছে সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ।
সোমবার বিকেলে পৌর শহরের বিভিন্ন স্থানে অসহায় ও দরিদ্র অর্ধশতাধিক মানুষের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফ উল আলম ভাই, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান অমিত, জগলুল হোসেন তুহিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এমদাদ হোসেন শাওন, সুনামগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক রুহিন চৌধুরী, সুনামগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক রাজু।
এ ব্যাপারে বঙ্গবন্ধু জেলা ছাত্র পরিষদের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান অমিত বলেন, করোনাভাইরাসে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। সরকারের দেওয়া ছুটিতে যারা বাহিরে কাজ করতে পারছেন না ঘরে খাবার নেই আমরা তাদেরকেই এ খাদ্য সামগ্রীর আওতায় নিয়ে এসেছি।