রাত ১:৩৮,   বৃহস্পতিবার,   ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

অসহায় দরিদ্র ৭০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন নুরুল হুদা মুকুট

স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাসের কারণে সরকারের দেওয়া ছুটিতে দরিদ্র, অসহায় ও শ্রমজীবী ৭০০ পরিবারকে খাবার সামগ্রী দিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট।
মঙ্গলবার পৌর শহরে নবীনগর, মাইঝবাড়ী, ষোলঘর, হাসন নগর, মধ্যবাজার, জামতলা, আরফিন নগর, বড়পাড়া, তেঘরিয়া, হাজীপাড়, নতুন পাড়া,মল্লিকপুর বাবনগাঁও এলাকার ৭০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, জেলা যুবলীগ নেতা হিমেল হুসাইন, জেলা ছাত্রলীগ নেতা দীপ্ত বনিক, মাজিদুর রহমান, প্রভাস পাল, সাফায়েত জামিল, সৃজন আহমদ, তানিম আহমদ ,অনিক হুদা, ইপ্তি বখত, রিয়াদ তালুকদার, রনি নাগ, তোষার আফনান, শিহাব নুর, সাগর আহমদ, তালেব মিয়া প্রমুখ