দুপুর ১:২৮,   শুক্রবার,   ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

অসহায় মানুষের পাশে এসআই অনুজ কুমার

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ করোনায় গৃহবন্দি কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত। বিতরণ করেছেন খাদ্য সামগ্রী। উৎসাহিত করেছেন সমাজের বিত্তবান ব্যক্তিদেরও।
শুক্রবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার তাজপুর বড় বাড়ি (মাধবপুর) নিজ গ্রামে এসআই অনুজ কুমার দাশের ব্যক্তি উদ্যোগে এক শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী ও ১০ পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়। এতে পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ লিটার সোয়াবিন, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ ও ১টি সাবানসহ আরো ১০টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন তিনি।