রাত ১১:০৮,   শুক্রবার,   ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

অসহায় মানুষের সহযোগিতায় জগন্নাথপুর প্রশাসনের তহবিল সংগ্রহ

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন তহবিল সংগ্রহ করছেন। করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় গরীব, অসহায়, দিনমজুর, খেটে খাওয়া ছিন্নমূল মানুষকে কিছুটা হলেও সহায়তা প্রদানের লক্ষে তহবিল সংসগ্রহ করা হচ্ছে।
বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের হাতে উপজেলার সকল ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাগণ তাদের নববর্ষ ভাতার সম পরিমাণ অর্থ তুলে দেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম বলেন, করোনা ভাইরাসে অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার জন্য আমাদের এ তহবিল সংগ্রহ করা হচ্ছে। কর্মকর্তারা তাদের নববর্ষের সমপরিমাণ ভাতার টাকা দিয়ে অসহায় মানুষের পাশে রয়েছেন।