‘আইসিটি ইন এডুকেশন’ বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন
স্টাফ রিপোর্টার :
ক্লাসরুমে ল্যাপটপ প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল পাঠদান নিশ্চিত করতে সুনামগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘আইসিটি ইন এডুকেশন’ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলার ১১ টি উপজেলা থেকে আগত ২৫ জন শিক্ষককে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এ ১২ দিনের এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
শনিবার আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষনার্থীদের তৈরী একাধিক পাঠ সংশ্লিষ্ট কনটেন্ট উপস্থাপনের মধ্যে দিয়ে এ ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তি হয়। পরে প্রশিক্ষনে অংশগ্রহণকারী ২৫ জন শিক্ষককের হাতে কোর্স সমাপনী সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী জামালগঞ্জ উপজেলার রহিমাপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৌশল্লা পাল বলেন, ১২ দিনের এ প্রশিক্ষণ ডিজিটাল ক্লাসরুম পরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রর ভুমিকা রাখবে।
আবাসিকভাবে পরিচালিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে দায়িত্বপালন করেছেন পিটিআই সুনামগঞ্জের ইন্সাট্রাক্টর রাজিব হাসান এবং মোহিত হোসেন।
সমাপনী বক্তব্যে কোর্স কো-অডিনেটর পিটিআই সুপারিনটেডেন্ট নির্মল চন্দ্র শর্মা বলেন, শ্রেণিকক্ষে ডিজিটাল কন্টেন্টে পাঠ উপস্থাপন করলেই এ প্রশিক্ষণ ও সরকারের যুগান্তকারী এ পদক্ষেপের সফলতা আসবে। তিনি জানান, পর্যায়ক্রমে সকল শিক্ষকদেরকেই এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।