আওয়ামী ছাত্র পরিষদের জেলা কমিটি অনুমোদন: সভাপতি সাকিব ও সম্পাদক সাগর
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আদনান আবির ফাহাদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাসির উদ্দিন ভূইয়া স্বাক্ষরিত ২০ সদস্য বিশিষ্ট কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া।
এ সময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন খানের উপস্থিতেতে মেহেদী হাসান সাকিবকে সভাপতি ও আশিকুর রহমান সাগরকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান, মোঃ শাহরিয়ার রাজা, মোঃ রকি মিয়া, কাউছার আহমেদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হক, মোঃ সেবুল হোসেন, সাব্বির আহমেদ রাফি, মোঃ নুরুউজ্জামান, জুবায়ের আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমেদ জয়, আসমাউল হক রাহিম, জাহানুর রশিদ, প্রচার সম্পাদক তানজিল আহমেদ মুন্না, দপ্তর সম্পাদক মোঃ রাজু মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক তারেক হাসান মারজান, আইন বিষয়ক সম্পাদক নাজমুল হুদা সোহাগ।
তাছাড়া কমিটিতে সদস্যরা হলেন, সদস্য মেহেদী হাসান, মোঃ আজিজুল রহমান তুহিন।