সন্ধ্যা ৭:১৯,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আছদ্দর আলী চৌধুরী স্মারক গ্রন্হের মোড়ক উন্মোচন


স্টাফ রিপোর্টার :
আছদ্দর আলী চৌধুরী স্মারক গ্রন্হে মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ স্মারক গ্রন্হের মোড়ক উন্মোচন করা হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী’র পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত।
এ ছাড়াও বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নানু মিয়া, শহীদ জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক সালেহ আহমদ, লেখক সুখেন্দু সেন, কবি ও গবেষক ইকবাল কাগজী।
রনেন্দ্র তালুকদার পিংকু ও শামস শামীম’র সম্পাদনায় আছদ্দর আলী চৌধুরীর স্মারকগ্রন্হ প্রকাশিত হয়েছে।
আছদ্দর আলী চৌধুরীর স্মারকগ্রন্হ অনুষ্ঠান শুরুতে তার ছোট ছেলে চৌধুরী মো.সাহেদ প্রথমে কৃজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।