আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টে পশ্চিম পাগলা চ্যাম্পিয়ন
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জে আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেল ২ টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় জয়কলস ইউনিয়ন ক্রিকেট টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পশ্চিম পাগলা ক্রিকেট টিম।
ম্যাচ পরবর্তীতে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায়, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকের সভাপতিত্বে ও পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. আজাদ হোসেনের পরিচালনায় বক্তব্য দেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম, যুবদলের কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিন, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক বদরুল আলম টিপু।
খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন বাংলাদেশ আম্পায়ার এসোসিয়েশন সুনামগঞ্জের তালিকাভুক্ত আম্পায়ার আলী হোসেন ও দক্ষিণ সুনামগঞ্জ ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুব রহমান হাবিব। খেলায় ধারাভাষ্য দেন জুনেদ আহমদ, রুমেল মিয়া ও মাছুম আহমদ।
এছাড়াও ম্যান অব দ্য ম্যা, ম্যান অব দ্য টুর্নামেন্ট ও টুর্নামেন্ট সেরা অল রাউন্ডার পুরষ্কার জিতেন পশ্চিম পাগলা ক্রিকেট টিমের পায়েল আহমদ এবং টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পুরষ্কর জিতেন জয়কলস ইউনিয়ন টিমের জুবায়ের আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন,পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশের সভাপতি মনসুর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কিবরিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আজাদ, সহ-সাংগঠনিক তানিম আহমদ, দপ্তর সম্পাদক মো. জমির হোসেন, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, নোহান আরেফিন নেওয়াজ, আলাল হোসেন রাফি, এন এ নাহিদ, এসোসিয়েশনের সহ-সম্পাদক বদরুল আলম প্রমুখ।