আমবাড়িতে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা, দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ-ছাতক সড়কের আমবাড়ি এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল, সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের নাসির মিয়ার ছেলে সোহাগ ও একই এলাকার শামছুন নূরের ছেলে পাবেল। দু’জনের বয়সই ১৮ বছর।
এ দুঘর্টনায় গুরুত্বর আহত আশিক ও শাকিল নূর নামের দুই জন কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে করে চার জন জেলার দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি থেকে সদর উপজেলার মাইজবাড়ি ফিরছিল। আমবাড়ি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পার্শবর্তী বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহত হয় অন্য দুই আরোহী।
পরে হতাহততের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।
সদর থানার ওসি জানান, নিহত দুই জনের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।