সন্ধ্যা ৭:৩৫,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আমরা একটি শিক্ষিত বাংলাদেশ চাই : পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ এখন পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে এখন শিক্ষা, খাদ্য, বিদ্যুৎ, পানি এর সমস্যা থেকে উত্তরন হচ্ছে। আমরা এখন আর আগের বাংলাদেশ চাই না। আমরা একটি শিক্ষিত বাংলাদেশ চাই। একই সাথে দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে শিক্ষা প্রতিষ্ঠানকে লালন করতে হবে।
শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাজি আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে একটি আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিতে চাচ্ছেন। আমাদেরকে এ জন্য সহযোগিতা করতে হবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক মো. আব্দুল মজিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ, ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস প্রমুখ।