আলিম হত্যা : ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ এলাকার বড়দই বিলের ইজাদারের হাতে নির্যাতনের শিকার আলিম তালুকদারের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। রোববার সকালে নিহত মা গোলাপজান বিবি বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে বড়দই বিলের ইজারাদার সৈয়দ মনোয়ারকে। সৈয়দ মনোয়ার ছাড়া মামলায় আরো ২৫জনকে আসামি করা হয়েছে। তবে অন্য আসামিদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
এর আগে এ ঘটনায় আটক তিনজনকে মামলায় আসামি করা হয়েছে কিনা পুলিশ নিশ্চিত করেনি। এদিকে মামলা দায়েরের পর মামলার প্রধান আসামি সহ অন্যরা গা ঢাকা দিয়েছেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো.সহিদুর রহমান জানান, আলিম তালুকদারের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের মা বাদী হয়ে মামলাটি করেছেন।