রাত ৩:০৭,   বৃহস্পতিবার,   ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আলোর পথ যুব সংঘের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আলোর পথ যুব সংঘের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার :
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে আলোর পথ যুব সংঘের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। শুক্রবার জুম্মার নামাজের পর সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের আলোর পথ যুব সংঘের আয়োজনে সর্বস্তরের তাওহীদী জনতার অংশগ্রহনে নিলপুর বাজার জামে মসজিদের সামনে থেকে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের আর এন টি হয়ে নিলপুর বাজারে এসে বিক্ষোভ মিছিল টি প্রতিবাদ সভায় মিলিত হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় মুফতী আব্দুল মালিক তোহার সঞ্চালনয়,নিলপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিকান্দর আলির সভাপতিত্বে বক্তৃতা রাখেন, মাওলানা ডা আব্দুল্লাহ,,মাওলানা আসরাফ আলী, হাফিজ আব্দুল হাই, হাফিজ ইয়াকুব আলী, হাফিজ অাপতাব উদ্দিন,এলাকার বিশিষ্ট মুরব্বি জয়তুন মিয়া,নিলপুর বাজার ব্যাবসায়ি আশরাপ আলী, লক্ষণশ্রী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মহিম তালুকদার, মাওলানা রোমান আহমদ, এ সময় উপস্থিত ছিলেন শাহিনুর রহমান,গিলমান,জুয়েল ও আলোর পথ যুব সংঘের পাবেল, শরিফ,আলী হোসেন,রাহি আফজল,আনোয়ার,নুর উদ্দিন, তাজিরুন,সহ প্রমুখ। বিক্ষোভ ও প্রতিবাদ সভা থেকে ‘ফান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিন নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা জানানো হয়।
পাশাপশি ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাব এবং ফ্রান্সের রাষ্টদূতকে তলব করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকাণ্ডের নিন্দা জানাতে হবে এবং ফান্সে রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে। প্রয়োজনে ফ্রান্সের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। অন্যথায়, আন্দোলন চলতেই থাকবে।