সকাল ১০:৩৫,   মঙ্গলবার,   ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আয়ূব বখত জগলুল স্মৃ‌তি টি-১০ ক্রি‌কেট টুর্না‌মে‌ন্টে’র ফাইনাল সম্পন্ন


স্টাফ রি‌পোর্টার
আলহাজ্ব আয়ূব বখত জগলুল স্মৃ‌তি টি-১০ ক্রি‌কেট টুর্না‌মে‌ন্টে ষোলঘর র‌্যাঞ্জার চ্যা‌ম্পিয়ান হ‌য়ে‌ছে। শ‌নিবার বি‌কে‌লে ষোলঘর মা‌ঠে অন‌ষ্টিত ফাইনাল খেলায় ষোলঘর র‌্যাঞ্জার সনেট কিং কে হা‌রি‌য়ে চ্যা‌ম্পিয়ান হয়।
‌খেলা শে‌ষে ১নং ওয়া‌ডের কাউ‌ন্সিলর হো‌সেন আহমদ রা‌সেল এর সভাপ‌তি‌ত্বে পুরষ্কার বিতরণ অনুষ্টা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, সুনামগঞ্জ চেম্বার অব কমা‌র্স এন্ড ইন্ডা‌স্ট্রি’র প‌রিচালক খন্দকার মঞ্জুর আহমদ।
বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, সদর উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান আবুল হো‌সেন।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, মহ‌সিন আহমদ, জেলা ছাত্রলী‌গের সা‌বেক ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক র‌ফিক চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক আ‌শিকুর রহমান রিপন, বি‌শিষ্ট তরুণ সমাজ সেবক সুমন আহমদ।
ফাইনা‌লে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ ক‌রেন, আ‌শিকুর রহমান আলম।