রাত ১১:৪৬,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আ‌মে‌রিকায় ক‌রোনা ভাইরা‌সে সুনামগ‌ঞ্জের এক জ‌নের মৃত্যু

নিউজ সুনামগঞ্জ ‌ডেস্ক :
সুনামগ‌ঞ্জের ছাতক উপজেলার গোবিন্দ নগর গ্রামের বাসিন্দা ও আমেরিকা প্রবাসী অধ্যাপক আব্দুর রব (৭৫) বৃহস্পতিবার আমেরিকার মিশিগান স্টেইটের একটি হসপিটালে করোনায় ভাইরাসেআক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আমেরিকার মিশিগান স্টেইটে বসবাস করছিলেন। কর্মজীবনে তিনি দীর্ঘ দিন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে অধ্যাপনা করেন।
মরহুমের নামাজে জানাযা শনিবার মাসজিদ আল-ফালাহ ডিট্রয়েট মিশিগানে অনুষ্ঠিত হবে।
প্রফেসর আবদুর রব ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরীর বোন জামাই ও ডা: আবদুল হাই মনসুরের পিতা।