রাত ১০:১৬,   রবিবার,   ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আ‌মে‌রিকায় সুনামগ‌ঞ্জের প‌রি‌চিত মুখ জু‌য়ে‌লের মৃত্যু

স্টাফ রি‌পোর্টার :
আ‌মে‌রিকায় মঈনুল হক জু‌য়েল না‌মের এক বাংলা‌দেশী মারা গে‌ছেন। বুধবার সকা‌লে(বাংলা‌দেশ সময়) তি‌নি আ‌মে‌রিকার নিউইয়‌র্কে নিজ বাসায় মারা যান। মৃত্যুকা‌লে তি‌নি স্ত্রী রে‌খে গে‌ছেন।
মঈনুল হক জু‌য়েল সুনামগঞ্জ শহ‌রের ষোলঘ‌রের বা‌সিন্ধা। তার পিতা ডা. রেজওয়ানুল হক শহ‌রের বি‌শিষ্ট চি‌কিৎসক ছি‌লেন। শহ‌রের উ‌কিলপাড়ায় হক ফা‌র্মেসী না‌মে তা‌দের পা‌রিবা‌রিক ব্যবসা ছিল। গত ক‌য়েক বছর আ‌গে তি‌নি আ‌মে‌রিকায় পা‌ড়ি জমান।
পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে, মঈনুল হক জু‌য়েল গত ক‌য়েক দিন ধ‌রে স‌র্দি, জ্ব‌রে ভুগ‌ছি‌লেন। বৃহস্প‌তিবার নিজ বাসায় মারা যান।
মঈনুল হক জু‌য়েল সুনামগঞ্জ শহ‌রের প‌রি‌চিত মুখ ছি‌লেন।