রাত ১০:৩৬,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে আজিজুস সামাদ ডন

জগন্নাথপুর প্রতিনিধি :
দীর্ঘ বঞ্চনার পর প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ তনয় আজিজুস সামাদ ডনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।
আজ সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সন্মেলনে কাউন্সিলরদের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ তাকে এ মনোনয়ন দেওয়া হয়। তার শ্রম প্রজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখবেন। উল্লেখ্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ ২০০৫ সালে মৃত্যুবরণ করার পর থেকে অনেক চেষ্টা করেও দলীয় মনোনয়ন ও আওয়ামী লীগের কোন দায়িত্বশীল পদে স্থান পাননি ডন। প্রতিটি সন্মেলনে তাঁর অনুসারীরা তাকে নিয়ে স্বপ্ন দেখে আবার হতাশ হয়। এবার হঠাৎ করে তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়।
এদিকে আজিজুস সামাদ ডন কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক আবাব খান।