ইদ্রিস আলী বীরপ্রতীককে দেখতে হাসপাতালে পরিকল্পনামন্ত্রী
নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
বর্ষীয়ান রাজনীতিবিদ শিক্ষাবিদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীকের চিকিৎসার খোঁজ নিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে দেখতে যান এবং পরিকল্পনামন্ত্রী তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন।
এসময় সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযায়, গত ৯ জানুয়ারি আকস্মিক হার্ট অ্যাটাক করে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়।
উল্লেখ্য, মো. ইদ্রিস আলী বীরপ্রতীক মুক্তিযুদ্ধকালীন ৫নং সেক্টরের সেলা (বাশতলা) সাব-সেক্টরের প্রথম ব্যাচের মুক্তিযোদ্ধা। তিনি ফক্সটর্ট কোস্পানির অধিনায়ক। মুক্তিযুদ্ধের পর তিনি অধ্যাপনায় যুক্ত হন। বর্তমানে অবসর জীবন-যাপন করছেন।