সন্ধ্যা ৭:৩২,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইসলামী ব্যাংক ‘পাগলা বাজার আউটলেট’র যাত্রা শুরু


দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
গ্রাহকদের অর্থনৈতিক সমৃদ্ধি, অগ্রগতি, সঞ্চয়ের অভ্যাস বাড়ানো ও উদ্যোক্তা তৈরীর নিমিত্তে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকিং সেবা নিয়ে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে যাত্রা শুরু করেছে ‘ইসলামী ব্যাংক পাগলা বাজার আউটলেট’ শাখা।
মঙ্গলবার( ৬ অক্টোবর) উপজেলার পাগলা বাজারের আব্দুল হেকিম মার্কেটে ব্যাংকের অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংক আউটলেট শাখার উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ রবি উল্লাহ’র সভাপতিত্বে ও মাসুক আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ সিব্বির আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পাগলা বাজার আউটলেটের ইনচার্জ তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলকমী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক সিলেট জোন প্রধান শিকদার মোহাম্মদ শিহাবুদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল হেকিম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার এজেন্ট ব্যাংকিং ইনচার্জ আবুল কালাম আজাদ, শান্তিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ময়না মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, কাজী মোঃ নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নুরুল আলম, মাওলানা আব্দুস শহীদ, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জামিউল ইসলাম তুরান, পাগলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সম্ভাব্য পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শাহীন মিয়া, এডভোকেট আসাদুজ্জামান, মাছুম আহমদ, তফজ্জুল হোসেন কিবরিয়া, কালন মিয়া প্রমূখ।