উচ্চ মূল্যে পণ্য বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আক্তাপাড়া বাজার, পাগলা বাজার, নোয়াখালী বাজার, শান্তিগঞ্জ বাজারের ৭টি দোকানে উচ্চ মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে এ করোনা ভাইরাসকে পুঁজি করে যাতে ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করে না তুলতে পারেন সে জন্য অভিযান চালান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী।
অনেক দোকানে মূল্য তালিকা না থাকায়ও। পরে করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হজ।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মাহবুবুর রহমান চকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বক্কর সিদ্দিক প্রমুখ।