রাত ৩:০৪,   বৃহস্পতিবার,   ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

একুশে বইমেলায় : বিমান ধরের ডাকবাক্সের খোঁজে

নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কথাসাহিত্যিক বিমান ধরের পত্রকাব্য ‘ডাকবাক্সের খোঁজে’। বইটি প্রকাশ করেছে নৃ প্রকাশন।
বইটি বইমেলায় প্রথম দিন প্রকাশিত হয়েছে। পত্রকাব্যটি পাওয়া যাচ্ছে বইমেলার নৃ প্রকাশনের ৩৮৪ নম্বর স্টলে।
বইটি সম্পর্কে কবি বলেন, ‘সময়ের সাথে সাথে বদলাচ্ছে জীবন। জীবিকার প্রয়োজনে থাকতে হচ্ছে প্রিয় মানুষ থেকে দূরে। দেখা হয় কালেভদ্রে। এমন সম্পর্কগুলোতে প্রেমের চেয়ে বিরহের জয়জয়কার। পুড়ছে যুগল, পুড়ছে সম্পর্ক।’
কবি আরও বলেন, ‘যেখানে প্রেমিক দূরে থাকা প্রেমিকাকে খুঁজে চলেছে সকালের জলে, শান্ত বিকেলে। লিখে চলেছে প্রেমিকার কাছে চিঠির পর চিঠি।’