এমপি রতন ও চেয়ারম্যান রোকনের বিরুদ্ধে অপপ্রচার ; সংবাদ সম্মেলন অমরেশ রায়
ধর্মপাশা প্রতিনিধি :
সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে ধর্মপাশা উপজেলার ‘৮২ গ্রাম সমন্বিত সনাতন ধর্মাবলম্বী’ নামের এক সংগঠন মধ্যনগর জগন্নাথ জিউর আশ্রমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী।
সংবাদ সম্মেলনে বলা হয়, এমপি মোয়াজ্জেম হোসেন রতনের উন্নয়ন কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সব সময় অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ষড়যন্ত্র করা হচ্ছে ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের বিরুদ্ধেও। তাই গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ধর্মপাশার সুনই মৎস্যজীবি সমবায় সমিতি লি. এর নাম ব্যবহার করে কতিপয় লোকজন এমপি রতন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রোকনের বিরুদ্ধে ঢাকায় অবস্থানরত কিছু গার্মেন্টস কর্মীদের নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে। এরই প্রতিবাদে রোববার দুপুরে হিন্দু সম্প্রদায়ের লোকজন এমপি রতন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রোকনের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সুরঞ্জন সরকার, সরুজ সরকার, কুমুদ রঞ্জন সরকার, উপানন্দ সরকার, সাকুল্য তালুকদার, মন্মথ মহা নায়ক, অরুণ সরকার, জীতেন্দ্র সরকার, সহ-সভাপতি গোপাল সরকার, মন্টু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেন্দু ভট্টাচার্য, প্রদীপ সরকার, বিদ্যুৎ কান্তি সরকার, দপ্তর সম্পাদক প্রভাত তালুকদার ছানা, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আশুতোষ হাজং প্রমুখ।