রাত ১০:১৩,   শুক্রবার,   ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

এসএসসি ফলাফল : সুনামগঞ্জে বেড়েছে পাশের হার ও জিপিএ

স্টাফ রিপোর্টার :
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এ সিলেট বোর্ডের মধ্যে সুনামগঞ্জ জেলায় বেড়েছে পাশের হার ও জিপিএ।
রোববার (৩১ মে) সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। যার মধ্যে সুনামগঞ্জ জেলায় এবছর পাশের হার ৭৮ দশমিক ৬০ শতাংশ এবং মোট জিপিএ-৫ এসেছে ৪১৩টি। যা গতবছর সুনামগঞ্জ জেলায় পাশের হার ছিল ৭২.২৪ শতাংশ ও সেই সময় জিপিএ-৫ পেয়েছিলো ২ শ’ ৬৪ জন শিক্ষার্থী।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সিলেট জেলায় এবার ৪৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ৩৫ হাজার ৩০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮০ জন। পাশের হার ৮০ দশমিক ৯৬ শতাংশ।
হবিগঞ্জ জেলায় ২৩ হাজার ১৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৬ হাজার ৮৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন। পাশের হার ৭২ দশমিক ৭৩ শতাংশ।
মৌলভীবাজার জেলায় এবার ২৪ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৯ হাজার ৭৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫ জন। পাশের হার ৮০ দশমিক ৮৮ শতাংশ।
সুনামগঞ্জ জেলায় এবার ২৪ হাজার ৯৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৯ হাজার ৫৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন। পাশের হার ৭৮ দশমিক ৬০ শতাংশ।