বিকাল ৫:২৯,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এসএসসি ৯৬-৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে খাদ্যসামগ্রী প্রদান

দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘দিরাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৬/৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ৩শ পরিবারের ঘরে ঘরে খাদ্য সামমগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দিরাই পৌর সদরের ৯ টি ওয়ার্ডে দুই ব্যাচের সাবেক শিক্ষার্থীরা বিভক্ত হয়ে ঘরে ঘরে গিয়ে করোনা সংকটকালে কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকজনের মধ্যে পরিবার প্রতি ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ভোজ্যতেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি আটা, ১ কেজি লবণ, ১ টি সাবান ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
দেশ ও প্রবাসে অবস্থানরত দুই ব্যাচের একঝাঁক শিক্ষার্থীর অর্থায়নে বিতরণ কাজ সমন্বয় করেন আশীষ রায় বাবু, মহিউদ্দিন মিলাদ, ইকবাল হোসেন চৌধুরী, শাহজাহান সিরাজ, মোশাহিদ আহমদ, পুর্নেন্দু চক্রবর্তী, মুরাদ চৌধুরী, মিল্টন রায়, ডালিম মাহমুদ, শাহীন রেজা, কৃপেশ রায়, রুবেল আহমদ, শামসুল বাচ্চু, কায়েস আহমদ প্রমুখ।