এয়ার লিংক কেবল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক মহসিন আর নেই
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের এয়ার লিংক স্যাটেলাইট কেবল নেটওয়ার্ক’র ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট সংগীত শিল্পী মহসীনুর রহমান খান (৫৫)ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ও দুই কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর শহরের তেঘরিয়া ঈদগাহে ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মহসীন খানের মৃত্যুতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও সুনামগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।