ওসি হারুনুর রশীদ চৌধুরীকে বিদায় সংবর্ধনা
নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরীর বদলী জনিত প্রস্থান উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে থানার হলরুমে থানা পুলিশ ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল বাহারের সভাপতিত্বে ও এসআই মো. আলা উদ্দিনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দক্ষিণ সুনামগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ(ওসি) হারুনুর রশীদ চৌধুরী, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তহুর আলী, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, থানার এসআই জহিরুল ইসলাম, এসআই মাহবুবুর রহমান চকদার, এসআই মনির, এএস আই নিপেশ ও কনস্টেবল অনুপ দে প্রমুখ।