করোনা: দ. সুনামগঞ্জে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী’র টহল
দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
নভেল করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলা ও দ্রব্যমুল্যের তদারকিতে দক্ষিণ সুনামগঞ্জে সেনাবাহিনীর টহল পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীর নেতৃত্বে উপজেলার আক্তাপাড়া (মিনাবাজার) ও ভমবমি বাজারে টহল দেন সেনাবাহিনীর সদস্যরা।
এসময় বাজারে নিত্যপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ রাখা, অপ্রয়োজনে বাজারে সমাগম না করা, মাস্ক ব্যবহার করা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া করোনা রোধে সচেতন থাকা এবং অন্যদেরও সচেতন করার আহবান জানান তারা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী বলেন, করোনা মোকাবিলায় উপজেলার আক্তাপাড়া বাজার ও ভমবমি বাজারে সেনাবাহিনীর ফোর্স নিয়ে টহল দেওয়া হয়েছে। টহল চলাকালে বিনা প্রয়োজনে লোকসমাগম করতে নিষেধ করা হয়েছে। বাজারে দ্রব্যমুল্য যাচাই করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্যসব দোকানপাট বন্ধ আছে।