করোনা প্রতিরোধে তাহিরপুরে খেলাঘরের প্রচার
তাহিরপুর প্রতিনিধি :
বিশ্বব্যাপী মহামারী রূপ ধারণ করেছে নোভেল করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যা। করোনাভাইরাস এড়াতে বিশ্বব্যাপী জনসচেতনতা জোরদার করা হয়েছে। এরই মধ্যে সচেতনতামূলক প্রচার কাজে অংশ নিচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠনসমূহ। একইভাবে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে জনগনকে সচেতন করতে সামাজিক প্রচার চালিয়েছেন খেলাঘর আসর, তাহিরপুর উপজেলা শাখার সদস্যরা।
সোমবার (২৩ মার্চ) সকাল থেকে শুরু হওয়া জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির নেতৃত্বে জনসচেতনতায় অংশগ্রহণ করেন, খেলাঘর আসর তাহিরপুর উপজেলা শাখার সভাপতি গোলাম সরোয়ার লিটন, সাধারণ সম্পাদক মাকসুম মিয়া, সহ-সভাপতি আলাল উদ্দিন, তৌফিক আহমেদ, টিংকু, সদস্য ইয়াসির আরাফাত অপু তালুকদার, আবুল হাসান রাহুল, মেজর মিয়া, রহমান মিয়া, পাবেল মিয়া, জোয়েল মিয়া, শাহ আলম, সাকিল খান, তানিম আহমেদ প্রমুখ।
সোমবার সকাল থেকে শুরু হওয়া জনসচেতনতামূলক এ প্রচার কার্যক্রমে উপজেলাবাসীকে করোনাভাইরাস প্রতিরোধে ঘরে অবস্থান করা, চায়ের রেস্টুরেন্টে আড্ডা থেকে বিরত থাকা, জনসমাগম এড়িয়ে চলা, ঘন্টায় অন্তত একবার করে সাবান দিয়ে হাত ধৌত করা, নাকে-মুখে হাত যথাসম্ভব কম দেয়াসহ নানামুখী নির্দেশনা দেওয়া হয়।