সন্ধ্যা ৭:৪৯,   সোমবার,   ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

করোনা মোকাবেলায় ধর্মপাশায় টাকা ও হাইজিন কিট বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ৫২৯ জন উপকার ভোগীর মাঝে মোবাইলে মানি ট্রান্সফারের মাধ্যমে নগদ টাকা ও ১১৪ কিশোরী এবং নারীর মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে জয়শ্রী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওয়ার্ন্ড ভিশন ও ডিএসকের যৌথ উদ্যোগে এসব বিতরণ করা হয়। ডিএসকের উপজেলা শাখা ব্যবস্থাপক মো. মঈনুল হাসানের পরিচালনায় বক্তব্য দেন, ওয়ার্ল্ড ভিশনে আঞ্চলিক ব্যবস্থাপক সাগর জন কস্তা, সাংবাদিক সাজিদুল হক, সেলিম আহমেদ প্রমুখ।
মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে ৫২৯ জন উপকার ভোগীর প্রত্যেককে ৩ হাজার ৫৫ টাকা করে দেওয়া হয় এবং ১১৪ জন কিশোরী ও নারীর প্রত্যেককে মাস্ক ৫০ পিস, সাবান ১০টি, ডিটারজেন্ট ২ প্যাকেট, ব্লিচিং পাউডার ২ প্যাকেট, স্যানিটারী প্যাড ৮ প্যাকেট, প্লাস্টিক মগ ১ টি করে বিতরণ করা হয়।