সন্ধ্যা ৬:১৩,   বুধবার,   ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

করোনা সংকটে গ্রো-ফাউন্ডেশনের সহযোগিতা অব্যাহত

দিরাই প্রতিনিধি :
চলমান করোনা সংকটে কর্মহীন নিম্ন আয়ের অসহায় মানুষদের খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সহায়তা অব্যাহত রেখেছে গ্রো ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় শুক্রবার ফাউন্ডেশনের অর্থায়নে দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের মানিকদা গ্রামে ১৫২টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকদা গ্রামের মাওলানা আইনুল, যুবলীগ নেতা সবুজ মিয়া, ইউপি সদস্য মোঃ ইউনুস আলী, গ্রো ফাউন্ডেশনের সদস্য সুজিত চক্রবর্তী, দিলীপ দত্ত ও আনাছ আহমে প্রমুখ।
উল্লেখ্য, স্থানীয় সাংসদ পুত্র প্রকৌশলী সৌমেন সেনগুপ্ত পরিচালিত গ্রো ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকেই দিরাই ও শাল্লার হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সহায়তা প্রদান করে আসছে।