করোনা : সুনামগঞ্জে বিয়েসহ সামাজিক অনুষ্ঠানে প্রশাসনের নিষেধাজ্ঞা
স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জে বিয়েসহ সামাজিক অনুষ্ঠান ও ওয়াজ মাহফিল নিষিদ্ধ করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় এবং বাজার মনিটরিং কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ।
প্রধান অতিথি’র বক্তব্যে পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, করোনা ভাইরাস প্রতিহত করতে হলে সবাইকে সচেতন হতে হবে। বাংলাদেশ ঘনবসতি হওয়ায় সেখানে করোনা ভাইরাস সংক্রামন হওয়ার সম্ভাবনা বেশি। তাই এখন আপাদাত কোন রকমের সভা সমাবেশ ও কোন রকমের ধর্মীয় আয়োজন না করলে ভালো হবে। প্রশাসন যে নির্দেশনা দিবেন সেটি সকলকে মেনে চলতে হবে।
জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের সামাজিকভাবে যারা বিভিন্ন অনুষ্ঠান এখন কিছুদিনের জন্য বন্ধ রাখতে এবং কোন রকমের বড় জমায়েত করা যাবে না। তাছাড়া এখন কোন রকমের বিয়ের অনুষ্ঠানে যাওয়াও বন্ধ রাখতে হবে। যেহেতু এ ভাইরাসটি সংক্রামক রোগ তাই আমাদের সকলকে নিরাপদ থাকতে হবে। যারা বিয়ের আয়োজন করবেন তারা আগে অবশ্যই জেলা প্রশাসনের অনুমতি নিয়ে করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাদের বখত, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, এডিএম মোঃ সোহেল মাহমুদ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এনামুল হক, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলী খুসনুর. সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।