করোনা : সুনামগঞ্জে সেন্টার, হোটেল, মিলনায়তনে অনুষ্ঠান না করার নির্দেশ
স্টাফ রিপোর্টার :
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সুনামগঞ্জে জনসমাগম রোধে কমিউনিটি সেন্টার, হোটেল, রেস্তোরা ও মিলনায়তনগুলোতে সামাজিক অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক নির্দেশনায় কমিউনিটি সেন্টার, হোটেল, রেস্তোরা, মিলনায়তন সংশ্লিষ্টদের জনসমাগত সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া নিষেধাজ্ঞা বজায় থাকবে।
জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, কমিউনিটি সেন্টারের পাশাপাশি যে সকল হোটেলে সামাজিক অনুষ্ঠান করা হয়ে থাকে তাদের ক্ষেত্রেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বজায় থাকবে।l