সন্ধ্যা ৭:৪৭,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কর্মহীনদের খাদ্যসামগ্রী উপহার দিলো সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি

স্টাফ রিপোর্টার :
পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনা পরিস্থিতিতে জেলায় কর্মহীন অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে শতাধিক পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আহাদ ও পুলিশ সুপার মিজানুর রহমান।
খাদ্য সামগ্রীর মধ্যে একটি মুরগীর মাংস ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাভিশন প্রতিনিধি ও রিপোর্টার ইউনিটির সহ সভাপতি মাসুম হেলাল, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ, চ্যানেল আই প্রতিনিধি একে এম মহিম, ইন্ডিপেন্ডেন্টেন টিভি’র জেলা প্রতিনিধি জাকির হোসেন, সময় টিভি’র প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি ঝুনু চৌধুরী, বিজয় টিভি’র প্রতিনিধি অরুন চক্রবর্তী, দৈনিক জালালাবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সাংবাদিক শাহাবুদ্দিন, দৈনিক আজকালের প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি রুজেল আহমদসহ সকল গনমাধ্যমকর্মীরা।