কালীপুরে ফুটব্রীজ নির্মাণের উদ্বোধন

নিউজ ডেস্ক :
সুনামগঞ্জ পৌরসভার কালীপুরে ফুট ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের কালীপুরের উওর পারের কবরস্থান সংলগ্ন মাদ্রাসার পাশের খালের উপর ফুট ব্রীজ এর নির্মাণ কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল মোমেনসহ কালীপুর গ্রামের বিশিষ্টজনেরা।
কালীপুর গ্রামের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রায় ৯ লাখ ব্যায়ে এই ফুট ব্রীজ নির্মাণ করে সুনামগঞ্জ পৌরসভা। এর ফলে কালীপুর গ্রামের যোগাযোগ ব্যবস্থা এক বৈপ্লবিক উন্নয়ন হবে বলে মনে করছেন স্থানীয়রা।