কুর্মিটোলায় চিকিৎসাধীন করোনা আক্রান্ত সুনামগঞ্জের ডা. গৌতম রায়
স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের প্রধান তত্বাবধায়ক ও উপপরিচালক হিসেবে কর্মরত সুনামগঞ্জের চিকিৎসক ‘গরীবের ডাক্তার খ্যাত’ ডা. গৌতম রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সুনামগঞ্জ সিভিল সার্জন নামের ফেসবুক আইডিতে থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল (১৫ এপ্রিল) বিকেলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে গণমাধ্যমকে তিনি নিজেই জানান। এ ছাড়া তার হাসপাতালের ডাক্তারসহ আরও ১২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ডা. গৌতম রায় করোনায় আক্রান্ত খবর নিশ্চিত হওয়ার পর সুনামগঞ্জবাসীর মধ্যে নেমে আসে হতাশা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. গৌতম রায়ের সুচিকিৎসার দাবি জানান। একই সাথে তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার জন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন। সবাই দোয়া করছেন গরীবের এই বন্ধু যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও সুনামগঞ্জ বাসীর কাছে ডা. গৌতম রায়ে আরোগ্য কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
সুনামগঞ্জ বক্ষ ব্যাধি হাসপাতালের চিকিৎসক ডা. অতনু ভট্টাচার্য ফেসবুক পোস্টে লিখেন ‘আমাদের এই প্রিয় ডা. গৌতম দা (সুনামগঞ্জ এর ডা. গৌতম রায়, বর্তমানে নারায়ণগঞ্জে কর্মরত আছেন) এর সাথে কথা হল। উনি এখন ভাল আছেন। উনার পিএ করোনা পজিটিভ হওয়ায় উনি টেস্ট করিয়েছেন। তাতে উনারও পজিটিভ এসেছে। ঈশ্বর উনার সহায় হোন। দ্রুত আরোগ্য লাভ করুন।’
সুনামগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুর সিনিয়র সাংবাদিক রহমান তারেক বলেন, এই সংবাদ আসলেই সবার জন্য দুঃখের। কিন্তু এই আপদকালিন সময় সবাইকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ডা. গৌতম রায় একজন মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ। তিনি নীরবে গরীব মানুষকে সেবা দিতেন। তাদের ভরসাস্থল ছিলেন তিনি। ইতি করোনা চিকিৎসা দিতে গিয়ে সুনামগঞ্জের এক চিকিৎসক প্রাণ হারিয়েছেন। আশা করি সুচিকিৎসার মাধ্যমে গৌতম দা দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।