রাত ৪:৪০,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কৃষক লী‌গের কেন্দ্রীয় ক‌মি‌টি‌তে সুনামগ‌ঞ্জে দুইজন

স্টাফ রি‌পোর্টার :
বাংলা‌দেশ কৃষক লী‌গের পূর্ণাঙ্গ কম‌ি‌টি গঠন হ‌য়ে‌ছে।
‌সোমবার প্রকা‌শিত পূর্ণাঙ্গ ক‌মি‌টি অনু‌মোদন দেন সংগঠ‌নের সভাপ‌তি কৃ‌ষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্প‌াদক উ‌ম্মে কুলসুম স্মৃ‌তি।
নতুন পূর্ণাঙ্গ ক‌মি‌টি‌তে সুন‌ামগ‌ঞ্জের দুই জন স্থান পে‌য়ে‌ছেন।
যুগ্ম সম্পাদক পদ পে‌য়ে‌ছেন সংর‌ক্ষিত আস‌নের ম‌হিলা সংসদ সদস্য অ্যাড‌ভো‌কেট শামীম শাহ‌রিয়ার। ‌তি‌নি আ‌গের ক‌মি‌টি‌তে সম্পাদকীয় প‌দে ছি‌লেন।
সুনামগঞ্জ জেলা থে‌কে কেন্দ্রীয় সদস্য পদ পে‌য়ে‌ছেন শ্যামল রায়। ত‌বে তি‌নি আ‌গে কোন সংগঠ‌নের স‌ঙ্গে জ‌ড়িত ছি‌লেন তা নি‌শ্চিত হ‌তে পা‌রেন নি নেতাকর্মীরা।