সকাল ১০:৫০,   মঙ্গলবার,   ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

কোরবানির মাংস আনতে গিয়ে নিখোঁজ, দুইদিন পর লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি :
ঈদের দিন সকালে কোরবানির মাংস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আলী হোসেন (২৫) নামের এক যুবক। নিখোঁজ থাকার দুইদিন পর আজ সোমবার দুপুরে তার লাশ মিলেছে খেতে।
জগন্নাথপুর পৌরএলাকায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌরএলাকার বটেরতলের আব্দুল গনির ছেলে আলী হোসেন গত শনিবার ঈদের দিন সকালে কোরবানির মাংস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
আজ সোমবার সকালে জগন্নাথপুর-হবিবপুর মাঝপাড়া সড়কের পাশের দক্ষিণ এলাকায় জমিনের পানিতে তার মৃত লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল আহমদ রফিক জানান, কোরবানির মাংস সংগ্রহ করতে গিয়ে যুবক নিখোঁজ হন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। এছাড়া ওই যুবক মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। কোনধরণের অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছি।