ভোর ৫:২২,   বুধবার,   ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে ছাত‌কে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ছাতক প্রতিনিধি :
ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শাহীন চৌধুরী আর নেই।
তিনি সিলেটের নর্থ-ইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মারা যান । হার্টের সমস্যার পাশাপাশি সম্প্রতি তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে। তিনি প্লাজেমা থেরাপী নিয়েছিলেন বলেও জানা গেছে।
শাহীন চৌধুরী ছাতকের বাগবাড়ী এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী তেরা মিয়া চৌধুরীর পুত্র।
উল্লেখ, গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি মার্কায় নির্বাচন করেছিলেন।