রাত ১০:০১,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গণমাধ্যমকর্মীদের পিপিই দিলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’

দিরাই প্রতিনিধি :
দিরাইয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেছে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বজন’। স্বজনের দুই উপদেষ্টা প্রবাসী রিংকু চৌধুরী ও জানে আলমের অর্থায়নে এই পিপিই প্রদান করা হয়।
রবিবার বিকেলে দিরাই প্রেসক্লাব প্রাঙ্গণে স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে এসব পিপিই তুলে দেন স্বজন সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, স্বজন উপদেষ্টা জয়ন্ত কুমার সরকার, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, স্বজন আহবায়ক ইসলাম উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব মহিবুর মুন্না, সদস্য ইমাদ সর্দার, রুহুল আমিন, জুবায়ের খান প্রমুখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, কালের কন্ঠ প্রতিনিধি আবু হানিফ চৌধুরী, সিলেট ভয়েস প্রতিনিধি প্রশান্ত সাগর দাস, মানবজমিন প্রতিনিধি মোশাহিদ আহমদ, হাওরাঞ্চলের কথা স্টাফ রিপোর্টার জাকারিয়া হোসেন জোসেফ, আমাদের নতুন সময় প্রতিনিধি আবুল হোসাইন, সিলেট ভিউ প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থ, সত্য প্রবাহ ডটকম সম্পাদক রুকনুজ্জামান জহুরী প্রমুখ।
স্বজন পরিবারকে ধন্যবাদ জানিয়ে দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন বলেন, করোনায় বর্তমান সংকটময় পরিস্থিতিতে সংবাদকর্মীরাও ঝুঁকি নিয়ে কাজ করছেন, বিষয়টি অনুধাবন করে স্বেচ্ছাসেবী সংগঠন স্বজন গণমাধ্যমকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন, এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।