দুপুর ১২:২৫,   বৃহস্পতিবার,   ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

চতুর্থ দিনের কর্মবিরতি পালন করলো কালেক্টরেটের কর্মচারীরা

স্টাফ রিপোর্টার :
বেতনস্কেল ও পদের নাম পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছে সুনামগঞ্জ কালেক্টরেটের কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল ০৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন তারা। তাছাড়া আগামী ২৭-২৮ জানুয়ারি সকাল ০৯ টা হতে দুপুর ০১ টা এবং ২৫-২৭ ফ্রেবুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতি, অফিস চত্বরে অবস্থান এবং সভা সমাবেশ করবেন কালেক্টরেটের কর্মচারীরা।
এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী সমিতির সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি সুখেন্দু কুমার দাস, সহ-সভাপতি সত্যজিত চৌধুরী মৃদুল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ১৩-১৬ গ্রেডের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।