চাঁদ দেখা গেছে; কাল পবিত্র ঈদুল ফিতর
নিউজ ডেস্ক :
দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে বাংলাদেশের মানুষ। অবশ্য, গতকাল চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রোজার হওয়া ও সোমবার ঈদের বিষয়টি সেদিনই নিশ্চিত হয়ে গিয়েছিল।
তবে, রোববার সন্ধ্যায় খুলনা ও ফেনীতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কথা জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এদিকে, করোনা মাহমারির কারণে এবার ঈদগাহে গণজমায়েত করে ঈদের নামাজে পড়া যাবে না। তবে, স্বাস্থ্যবিধি মেনে নিকটস্থ মসজিদে ঈদের নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। ঈদে কোলাকুলি না করে মৌখিকভাবে শুভেচ্ছা বিনিময়ের আহ্বান জানানো হয়েছে সরকারের তরফে।